১৪ ডিসেম্বর নিউইয়র্কে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা
- By Jamini Roy --
- 15 December, 2024
১৪ই ডিসেম্বরের প্রথম প্রহরে নিউইয়র্কের ডাইভারসিটি প্লাজায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে নির্মিত অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। শুরুতেই শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা ও আয়োজক সংগঠক সম্মিলিত সাংস্কৃতিক জোট স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন।
এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন, নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার, বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশন-বাপা, বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফরর্মিং আর্টস-বিপা, নিউইয়র্ক সাহিত্য একাডেমী, রবীন্দ্র সম্মিলন পরিষদ, জ্যকসন হাইটস এলাকাবাসী, সুচিত্রা সেন মেমোরিয়াল, সৃজনলজী , জেনোসাইড ৭১, প্রজন্ম ৭১, শিল্পকলা একাডেমী, একুশে চেতনা পরিষদ,বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস-বাফা, ড্রামা সার্কেল,আমেরিকান বাংলাদেশ প্রেসক্লাব, ডায়াসপাড়া, শোটাইম মিউজিক, বেঙ্গলী ক্লাব ইউএসএ- সহ অর্ধ শতাধিক বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার উদ্দ্যোগে বাংলাদেশের রায়েরবাজার বধ্যভূমির আদলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মতো নির্মিত হয়েছে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ।ছবি- বিধান পাল ।
এছাড়াও বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের উদ্যোগে আজ ১৪ ডিসেম্বর শনিবার বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়েরবাজার বধ্যভূমিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন এবং এক মিনিট নীরবতা পালন করে।